মোবাইল বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ালো গঙ্গারামপুর শহরের হাসপাতাল পাড়া এলাকায়। বুধবার সকালে বাড়ির সোফায় বসে কাজ করছিলেন পেশায় শিক্ষক মিঠুন বর্মন ঠিক সেই সময় হাত থেকে মেঝেতে ফোন পড়ে যায়।মুহূর্তে সেই ফোনে বিস্ফোরণ ঘটে।দীর্ঘদিনের মোবাইল ফোন ফেটে কালো ধোঁয়ায় ভরে যায়। মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে যায় শিশুসহ বাড়িতে থাকা সকলে। বুধবার দুপুর তিনটে নাগাদ সংবাদমাধ্যমের সামনে সকালের অভিজ্ঞতার কথা তুলে ধরেন পেশায় শিক্ষক মিঠুন বর্মন।