জখম যুবক মহম্মদ ইমদাদ। বুধবার দুপুরে নিজের বাড়ির সামনে ছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে তিন যুবক ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালায় বলে অভিযোগ। পাঁজর ভেদ করে গুলি লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।- 2