মালদা : মুখ্যমন্ত্রীর মালদা–মুর্শিদাবাদ সফরের সময় প্রশাসনকে মৃত ভোটারদের নাম তালিকায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁর বক্তব্য, বি.এল.ও-দের ওপর চাপ সৃষ্টি করে ভুয়ো ভোটারদের তালিকায় রাখতে বলা হচ্ছে। এই অভিযোগ আগেও তুলেছিলেন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী; এখন একই কথা বলছেন হুমায়ুন। “এরা সবাই পুতুল, দেখতে হবে কারা পেছন থেকে সুতো টানছে,” মন্তব্য সেলিমের।

তিনি আরও বলেন, “অভয়া প্রকল্প থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ, সিবিআই–ইডি, নারোদা—সব ক্ষেত্রেই লাভবান হয়েছে বিজেপি ও তৃণমূল। শেষ পর্যন্ত কেউ জেলে থাকবে না, সবাই ছাড়া পাবে।”
‘বাংলা বাঁচাও যাত্রা’র উত্তরবঙ্গ পর্যায়ের শেষ দিনে মালদার মানিকচক থানার মথুরাপুরে পদযাত্রার কর্মসূচিতে যোগ দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জী, শতরূপ ঘোষসহ দলের রাজ্য নেতৃত্ব।








