বংশীহারী: হরিরামপুর বিধানসভার অন্তর্গত বংশীহারী ব্লকের মহামারী গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় ৪৬টি পরিবার। রবিবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, তৃণমূল কংগ্রেসের বংশীহারী ব্লক সভাপতি, বিভিন্ন অঞ্চল সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বিপ্লব মিত্র।
রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের যোগদান কর্মসূচি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে। বিশেষ করে হরিরামপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে বিরোধী শিবিরের ভাঙন তৃণমূলের কাছে বড় রাজনৈতিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যোগদানকারীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে বিজেপি ও সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তাঁরা শাসক দলের উন্নয়নমূলক কার্যকলাপে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।