২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , মঙ্গলবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Advertisement
Breaking New

বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে আরো দুইজনকে গ্রেপ্তার, ধৃত মোট পাঁচজন

বালুরঘাট, ২ ফেব্রুয়ারি: পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে আরো দুইজনকে গ্রেপ্তার করলো বালুরঘাট থানার পুলিশ। এই ঘটনায় আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তাদের জিজ্ঞাসাবাদ করে দুইজনকে গ্রেপ্তার করলো পুলিশ। হুগলি জেলাতে লুকিয়ে ছিল ওই দুইজন। চেক জালিয়াতিতে একজন মহিলা ও একজন পুরুষকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ সব মিলিয়ে চেক জালিয়াতি কান্ডে মোট পাঁচজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রৌনক জাহানাত ওরফে পিংকি এবং সঞ্জিত কুন্ডু। ওই দুজনকে গতকাল বালুরঘাট জেলা আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। এনিয়ে রবিবার দুপুরে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।প্রসঙ্গত, গত নভেম্বর মাসে বালুরঘাট পুরসভার দুইটি চেক জালিয়াতি করে সাড়ে ১৪ লক্ষ টাকা গায়েব করা হয়। সেই ঘটনায় কলকাতা থেকেই ওই পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *