মালদা: দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার অন্তর্গত আরাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের করিটোলা গ্রামে। ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে হেফাজতের নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুজনেই সম্পর্কে গোত্রীত্ব বোন। ঘটনায় শোকাহত পরিবার।
বেতরা হলেন সুস্মিতা মন্ডল বয়স ১৮ আরেকজন নেহা মন্ডল বয়স ১৬।নিজ নিজ ঘরে দুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এমনটা জানা যাচ্ছে পরিবার সূত্রে। তবে কি কারণে এই ভাবে আত্মহত্যা সে নিয়ে সঠিক কিছুই বুঝে উঠতে পারছে না পরিবারবর্গ। যদিও পরিবারের সদস্যরা জানাচ্ছেন প্রেমের সম্পর্ক ছিল কিন্তু এভাবে দুজন একসাথে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করবে তার কারণ খুঁজে পাচ্ছে না পরিবার। বাড়িতে কোন রকম অশান্তিও ছিল না। অন্যত্র বিয়ে দেওয়ার কোন চেষ্টা করা হয়নি তাহলে কেন এই দুজন আত্মহত্যা করল সে নিয়ে হতবাক পরিবার। পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।