বুনিয়াদপুর: সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সহ বংশীহারী ব্লকে আগামী সোমবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শনিবার বিকেল বেলা বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের রোল নাম্বার বসানোর কাজ শুরু হয়।। এবছর বুনিয়াদপুর পুরসভার সহ বংশীয়ারী ব্লকে মোট ছাত্রছাত্রী 2775 জন মাধ্যমিক পরীক্ষা দিবে। তারমধ্যে 1245 জন ছাত্র এবং 1530 জন ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে । প্রতিবছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন স্কুলগুলোতে পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও এবছর মাধ্যমিক পরীক্ষায় বুনিয়াদপুর হাই স্কুলকে মূল ভেনহ হিসেবে বাঁচা হয়েছে। প্রত্যেক স্কুলে সিসিটিভি র নজরদারি থাকবে। পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময় ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে সেই জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলগুলোতে স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থাকবে।
