হরিরামপুর: হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মুশন পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ছয়টি বাড়িতে, যার ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয় বসতঘর, আসবাবপত্র, মোটরবাইক সহ যাবতীয় সামগ্রী। তবে সৌভাগ্যবশত, ওই ছয়টি বাড়িতে বসবাসকারী ১৩টি পরিবার প্রাণে রক্ষা পান।শুক্রবার ছয়টি পরিবারের পাশে দাঁড়ালো রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র ।

নিজের তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী সহ প্রয়োজনীয় সামগ্রী দ্রুত ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেন। বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র-কে পাঠিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি, ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।