১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , বৃহস্পতিবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

বিভিন্ন অজুহাতে টাকা তোলার অভিযোগে যুবক আটক

কালিয়াগঞ্জ পুরসভায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটল বুধবার দুপুরে। বাড়ি বা দোকানে গিয়ে বিভিন্ন অজুহাতে টাকা তোলার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন পুরসভার কর্মীরা। অভিযুক্ত যুবক কখনো নিজের বাড়ি রায়গঞ্জ, আবার কখনো গঙ্গারামপুর বলে দাবি করছিল, যা সন্দেহজনক মনে হয় পুরসভার কর্মীদের কাছে।

পুরপ্রধান রামনিবাস সাহা জানান, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল যে এক অজ্ঞাত যুবক নিজেকে পুরসভার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনো বোনের বিয়ের জন্য, কখনো সাফাই কর্মীর মৃত্যুর খরচ বাবদ সাহায্যের নাম করে সে টাকা তুলছিল। বিষয়টি জানার পর থেকেই পুরসভা সতর্ক হয় এবং ওই যুবকের খোঁজ শুরু করে।বুধবার দুপুরে মারোয়ারী পট্টি এলাকায় দোকান থেকে টাকা তুলতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে পুরসভার কর্মীরা তাকে আটক করে এবং পুরো বিষয়টি বুঝতে পেরে পুলিশের হাতে তুলে দেন।

এ প্রসঙ্গে পুরসভার সুপারভাইজার তরুণ সরকার বলেন, “আমরা বিষয়টি জানার পর থেকেই নজর রাখছিলাম। আজ যখন নিশ্চিত হই, তখনই ব্যবস্থা নেওয়া হয়।

”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে এবং তার আসল পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *