কুশমণ্ডি, ১০ মার্চ – কুশমণ্ডি ব্লকের উষাহরণ দেহাবন্ধ রাজ্য সড়কের কচড়া এলাকায় টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে, করবুলা ২৭ গ্রামের হাই মাদ্রাসার ছাত্রী আরজুমান খাতুন কচড়া উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল। সেই সময় একটি টোটো ও মোটরবাইকের সংঘর্ষে সে গুরুতর আহত হয়।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই ছাত্রী।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথ নিরাপত্তার বিষয়ে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।