গঙ্গারামপুর: ঋতুরাজ বসন্তের বন্দনায় মাতলো নয়াবাজার সরস্বতী শিশু মন্দিরের খুদে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার নয়াবাজার এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ সরকার, সুবোধ দে, বিদ্যালয়ের প্রধান আচার্য শিবনারায়ণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন বসন্ত ঋতু কেন্দ্রিক সংগীত ,নৃত্য, আবৃতি সহ নানান মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা।এর পাশাপাশি রঙিন আবির বিনিময় করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে বসন্ত ঋতু সম্পর্কে ধারণা দিতে এবং বসন্ত ঋতুকে উদযাপন করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান আচার্য শিবনারায়ণ চক্রবর্তী।
Post Views: ৪৭