তপন, ১৩ আগস্ট: তপন ব্লকের এক মিশনারি হোস্টেলে অষ্টম শ্রেণীর এক ছাত্রী ছয় মাসের গর্ভবতী হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ওই ছাত্রী ও নবম শ্রেণীর এক ছাত্র—দু’জনেরই বাড়ি মালদা জেলার হবিবপুর ব্লকে। তারা একই হোস্টেলে থেকে পড়াশোনা করত। ২০২৪ সালের প্রথম দিকে হোস্টেলে থাকাকালীন তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার পর হোস্টেল কর্তৃপক্ষের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর বর্তমানে নিখোঁজ। তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা জানান, বুধবার নাবালিকা ছাত্রীটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Post Views: ৪২