তপন: তপন থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ২৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল তপন থানার পুলিশ।শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে তপন থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীরা এই মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন।স্বাধীনতা দিবসের দিনে পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি হয়ে ওঠেন মোবাইল ফেরত পাওয়া ব্যক্তিরা এবং তপনবাসী। একসময় অনেকেরই ধারণা ছিল— মোবাইল একবার হারালে তা আর ফেরত পাওয়া যায় না।
সেই ভুল ধারণা ভেঙে দিয়ে চুরি, ছিনতাই বা অসাবধানতায় হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল তপন থানার পুলিশ।শুধু মোবাইলই নয়, স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নিতে ফেরত পাওয়া প্রতিটি মালিকের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেন পুলিশ কর্মীরা।
Post Views: ৪৮