১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , শুক্রবার , ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

কলকাতার সমাবেশে যোগদানের লক্ষ্যে বালুরঘাটে টিএমসিপি’র মিছিল ও পথসভা

TMCP procession and road meeting in Balurghat

বালুরঘাট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা বালুরঘাটে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আগামী ২৮শে আগস্ট টি এম সি পি এর কলকাতায় আয়োজিত সমাবেশে বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রীদের নিয়ে যেতে একটি মিছিল করল বালুরঘাট টাউন ও বালুরঘাট বিধানসভা ভিত্তিক তৃণমূল ছাত্র পরিষদ।


TMCP procession and road meeting in Balurghat

মিছিলটি বালুরঘাট কলেজ থেকে শুরু হয়ে বালুরঘাট শহর প্রদক্ষিণ করে, বালুরঘাট থানা মোড়ে এসে পথসভা করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা টিএমসিপি সভাপতি অমরনাথ ঘোষ, সংগঠনের সহ-সভাপতি রোহন  চক্রবর্তী, টাউন কনভেনার সুরোজ সাহা এবং সৌরভ সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *