হরিরামপুর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যাওয়া একটি টোটো উদ্ধারে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ খগেশ্বর দেবশর্মা। মঙ্গলবার দুপুর প্রায় তিনটায় হরিরামপুর থেকে কিষাণমন্ডির উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। হঠাৎই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে যায়।ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খগেশ্বর দেবশর্মা। সঙ্গে থাকা তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে তিনি নিজে উদ্যোগ নিয়ে টোটো উদ্ধারে হাত লাগান। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কেউ আহত হননি।

এদিন হরিরামপুর ব্লকের স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন খগেশ্বর দেবশর্মা। তাঁর সঙ্গে ছিলেন হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলোম এবং অন্যান্যরা। সকলে মিলে দুর্ঘটনাগ্রস্ত টোটো উদ্ধারে সহযোগিতা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জনপ্রতিনিধিরা এভাবে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোয় এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।








