১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , শুক্রবার , ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

অসুস্থ ছেলের জন্য রক্ত জোগাড় করতে গিয়ে টোটো খোয়ালেন অসহায় বাবা

গঙ্গারামপুর: ছেলের অসুস্থতার কারণে রক্ত জোগাড় করতে গিয়ে টোটো খোয়ালেন এক অসহায় বাবা। বুধবার বিকেল  নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।গঙ্গারামপুর ব্লকের খয়েরবন এলাকার বাসিন্দা তথা পেশায় টোটোচালক জনাব আলী জানান, তার ছেলে বর্তমানে গঙ্গারামপুর পৌরসভার কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার সকাল দশটা নাগাদ তিনি পৌরসভার সামনে টোটো রেখে ছেলের জন্য রক্ত জোগাড় করতে যান।

 

দুপুর প্রায় বারোটার সময় টোটোটি যথাস্থানে রয়েছে বলেও তিনি দেখেছিলেন। কিন্তু বিকেল তিনটা নাগাদ রক্ত জোগাড় করে ফিরে এসে দেখেন টোটো উধাও। সঙ্গে সঙ্গেই তার মাথায় বাজ পড়ে। অসহায় বাবা তৎক্ষণাৎ গঙ্গারামপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *