কুশমন্ডি: কুশমন্ডি ব্লকের ৩৮টি ক্লাবকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্য সরকারি তরফ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা রবিবার।এদিন কুশমন্ডি ব্লকের কমিউনিটি হলে এই চেক বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা রেখা রায়, বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, কুশমন্ডি ব্লকের বিডিও ডঃ নয়না দে, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলি, বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম, নকুল রায় সহ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব।
এই প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন—
“আজ কুশমন্ডি ব্লকের ৩৮টি ক্লাবকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”