বুনিয়াদপুর, ১ অক্টোবরঃ বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে দুর্গাপূজো পরবর্তী প্রতিমা নিরঞ্জনের জন্য টাঙ্গন নদীর তীরে নতুন হাইড্রোলিক মেশিনের উদ্বোধন করা হলো। বুধবার দুপুর প্রায় দু’টোর সময় ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র ফিতা কেটে ও সুইচ টিপে এই যন্ত্রটির উদ্বোধন করেন।
বুনিয়াদপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য এই আধুনিক ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত শহরের মোট ৪৬টি প্রতিমা নিরঞ্জনের কাজ এই ঘাটেই সম্পন্ন হবে। পরিবেশবান্ধব উপায়ে প্রতিমা নিরঞ্জনের জন্য হাইড্রোলিক মেশিন ব্যবহারকে এক নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
ঘাটের পাশে একটি সুবিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে স্থানীয় ও আশেপাশের এলাকার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এর ফলে প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি মানুষের জন্য থাকবে সাংস্কৃতিক বিনোদনেরও ব্যবস্থা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু, বিশিষ্ট সমাজসেবী সারদুল মিত্র, বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ সরকার সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক ও বহু সাধারণ মানুষ।