Home » লিস্টে থাকলেও বুধবার সুপ্রিম কোর্টে হল না আর জি কর শুনানি, ফের কবে উঠবে মামলা?
লিস্টে থাকলেও বুধবার সুপ্রিম কোর্টে হল না আর জি কর শুনানি, ফের কবে উঠবে মামলা?
Published by : admin
Posted : জানুয়ারি ২২, ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিস্টে থাকলেও বুধবার সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি হল না। মামলার শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেল। আগামী ২৯ জানুয়ারি বুধবার দুপুর দুটোয় মামলাটি শোনা হবে বলে জানাল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।