হরিরামপুর: হরিরামপুরে বিরল প্রজাতির এক তক্ষক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ হরিরামপুর থানার অন্তর্গত কলসি গ্রামের বাসিন্দা মীর কাশেম আলীর বাড়ি থেকে এই তক্ষকটি উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে বাড়ির ভেতরে বিরল প্রজাতির এই সরীসৃপটিকে দেখতে পান মীর কাশেম আলী। সঙ্গে সঙ্গে তিনি হরিরামপুর থানায় খবর দেন।
পরে থানার আইসি সহ এসআই শুভঙ্কর চক্রবর্তী নেতৃত্বাধীন পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এরপর ঘটনাটি কুশমন্ডি রেঞ্জের ফরেস্ট অফিসে জানানো হয়েছে। বনদপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, তক্ষক একটি বিরল ও সংরক্ষিত প্রজাতির সরীসৃপ। গ্রামীণ বাড়িতে এমন একটি প্রাণী হঠাৎ দেখা মিলতেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Post Views: ৩৮