১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , শুক্রবার , ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

হরিরামপুরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন, দাবি মানার আশ্বাস প্রশাসনের

হরিরামপুর, ৬ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে আজ বেলা বারোটায় হরিরামপুর ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের (সিডিপিও) কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ৪১৬ (৫৭৬) টি শিশু বিকাশ প্রকল্পের আওতায় কাজ করা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের দাবি, রাজ্যের প্রায় ১ লক্ষ ১৬ হাজার শিশু কেন্দ্রে আনুমানিক ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কঠোর পরিশ্রমের মাধ্যমে শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের পুষ্টিকর খাবার ও প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়েদের পরিষেবা প্রদান করে চলেছেন। দীর্ঘ ৫০ বছর ধরে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের কাজে আত্মনিয়োগ করলেও, এখনো পর্যন্ত তাঁদের বহু ন্যায্য দাবি পূরণ হয়নি। তাই, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের অবিলম্বে সমাধানের জন্য এই ডেপুটেশন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *