বালুরঘাট: গতকাল রাত থেকে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায় আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে পড়েছে। স্বল্প উচ্চতার ওই ড্যামের ওপর থাকা লোহার স্ট্রাকচারও সোমবার ভোররাতে ভেঙে পড়ে, যার ফলে নদীর প্রবল স্রোতে কংক্রিটের অংশও ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ কাজের কারণেই এই বিপর্যয়।

তারা দাবি করেছেন, বর্ষার সময় বা বন্যার কারণে বাঁধ ভেঙে গেলে তা স্বাভাবিক ঘটনা হতে পারত, কিন্তু খরার সময় বাঁধ কীভাবে ভেঙে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।সোমবার সকাল থেকেই জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, বালুরঘাট ডিভিশনের সেচ দপ্তরের আধিকারিক, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। আপাতত সেচ দপ্তর বালির বস্তা ফেলে বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে জল প্রবেশ আটকানোর চেষ্টা চালাচ্ছে।