১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , শুক্রবার , ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

বুনিয়াদপুরে বাসন্তী পূজার শুভ উদ্বোধন, উপস্থিত মন্ত্রী বিপ্লব মিত্র

শান্তনু মিশ্র, বুনিয়াদপুর: প্রতিবছরের মতো এ বছরও বুনিয়াদপুর পুরসভার ফুটবল মাঠে বুনিয়াদপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। ফিতে কেটে তিনি পূজার সূচনা করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পুরসভার পৌর প্রশাসক কমল সরকার, সহ-পৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পূজা উপলক্ষে বুনিয়াদপুর ফুটবল মাঠ চত্বরজুড়ে বিশাল মেলার আয়োজন করা হয়েছে। প্রচুর দোকানপাট বসেছে এবং দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন ধরে চলা এই মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বংশীহারী থানার পুলিশ এবং অগ্নিনির্বাপণ দপ্তরের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মন্ত্রী বিপ্লব মিত্র পূজার প্রশংসা করে বলেন, “এটি কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। প্রতিবছর এই বাসন্তী পূজা বুনিয়াদপুরের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।”

উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা ও দর্শনার্থীরা মেলার বিভিন্ন আকর্ষণ উপভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *