বংশীহারী : দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জামার হাটখোলা এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল, এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিভিন্ন পঞ্চায়েতের নেতা-কর্মীরা।এই কর্মসূচিতে মোট ১৮৫টি পরিবার সিপিএম এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বিপ্লব। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন সিপিএম বা বিজেপির সমর্থক থাকলেও তারা যথাযথ সুযোগ-সুবিধা পাননি। তৃণমূলে যোগ দিয়ে তারা উন্নয়নের সঙ্গে যুক্ত হতে চান।
মূলত আবু তাহের বুথ, ধুতুরা বুথ, বনি পাড়া বুথ এবং শিওল উত্তর এলাকা থেকে এই পরিবারগুলো যোগ দেয়।