কুশমন্ডি: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের সিনতোড় গ্রামে অভিযান চালিয়ে ১১টি উট উদ্ধার করেছে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন, এনিমেল হেল্প লাইন শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-এর যৌথ দল। গত ২০ তারিখ এই অভিযান চালিয়ে উটগুলি উদ্ধার করা হয়।

উদ্ধারের প্রায় ১৩ দিন পর আদালতের নির্দেশ মেনে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় উটগুলোকে রাজস্থানে তাদের মালিকদের কাছে ফেরত পাঠানো হয়েছে। উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-এর সভাপতি গৌতম টিনা জানান, প্রশাসনের দ্রুত সহযোগিতায় উটগুলোর নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
Post Views: ৪৩