গঙ্গারামপুর: গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে স্বপ্নপূরণের সাথী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া স্ক্রিনিং ও সচেতনতা এবং রক্তদান সচেতনতা শিবির। এদিনের অনুষ্ঠানে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার পাশাপাশি আগামী প্রজন্মকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।
শিবিরে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং থ্যালাসেমিয়া রোগী নির্ধারণের জন্য বিশেষ পরীক্ষা করা হয়। আগামী দিনে রক্তদানকে জনপ্রিয় করা এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্থার সদস্যরা।
এই কর্মসূচিতে সহযোগিতা করে বালুরঘাট থ্যালাসেমিয়া ইউনিট। পাশাপাশি বিভিন্ন সচেতনামূলক কার্যক্রমও আয়োজিত হয়।
গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে থ্যালাসেমিয়া স্ক্রিনিং ও রক্তদান সচেতনতা শিবিরের আয়োজন