১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , বৃহস্পতিবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

হরিরামপুরে সোশ্যাল অডিট রিপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা

হরিরামপুর: হরিরামপুর ব্লকের শমীবৃক্ষ কনফারেন্স হলে ৬ মার্চ একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় ব্লকের বিভিন্ন এলাকায় কর্মরত ভিআরপি (Village Resource Person)-রা অংশগ্রহণ করেন, যারা সম্প্রতি ব্লকের ১০টি স্কুলে গিয়ে সোশ্যাল অডিটের মাধ্যমে বিভিন্ন বিষয় পরিদর্শন ও মূল্যায়ন করেছেন।আলোচনা সভায় স্কুলগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মিড-ডে মিল ব্যবস্থাপনার মান, রান্নার সময় রাঁধুনিদের এপ্রোন ব্যবহার, খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কি না, এসব বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ডি.এম.ডি.সি সুবল বিশ্বাস, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, ডি.এস.এ.আর.বি দপ্তরের প্রতিনিধি শুভেন্দু কুন্ডু ও অপূর্ব কুমার সরকার, ছাড়াও ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক এবং বিভিন্ন অঞ্চলে কর্মরত ভিআরপিরাও উপস্থিত ছিলেন।এই আলোচনার মাধ্যমে ব্লকের স্কুলগুলোর সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সমাধানের পথ খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *