২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , মঙ্গলবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Advertisement
Breaking New

গঙ্গারামপুরে সনোস্ক্যানের নতুন শাখার উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত

গঙ্গারামপুর: উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের অন্যতম স্বাস্থ্য প্রতিষ্ঠান সনোস্ক্যানের গঙ্গারামপুর শাখার উদ্বোধন হলো রবিবার। গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন এলাকায় অবস্থিত সনোস্ক্যান ডায়াগনস্টিক এন্ড মাল্টিস্পেশালিটি আউটডোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন সনোস্ক্যানের ডিরেক্টর ডঃ স্বপন রায়, কুশমন্ডি বিধায়িকা রেখা রায়, গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানা সহ অন্যান্য বিশিষ্ট জানেরা।

বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য ইতিমধ্যে রাজ্যে খ্যাতি কুড়িয়েছে সনোস্ক্যান।এবার সেই খ্যাতিকে সঙ্গী করে গঙ্গারামপুর শহরে নতুন শাখার উদ্বোধন করা হয় ।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সনোস্ক্যানের কর্মকর্তারা তাদের আগামী দিনের লক্ষ্য, স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে বিশদ আলোকপাত করা হয়। সনোস্ক্যানের মত খ্যাতি সম্পন্ন চিকিৎসা প্রতিষ্ঠার গঙ্গারামপুরে চালু হওয়ার ফলে গঙ্গারামপুর তথা জেলা স্বাস্থ্যপরিকাঠামো আমূল উন্নতি সাধন হবে বলে জানান রাজ্যের মন্ত্রী তথা অনুষ্ঠানের উদ্বোধক বিপ্লব মিত্র।AI সম্বলিত অত্যাধুনিক মানের যন্ত্রের মাধ্যমে রোগীর বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার প্রদানের ব্যবস্থা রয়েছে বলে জানান সনোস্ক্যানের ডিরেক্টর ডক্টর স্বপন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *