মালদা: স্বল্প খরচে আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। মালদার মানিকচকের এনায়েতপুর মোহনা এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো KF হেল্থ এন্ড ডায়াগনস্টিক সেন্টার। অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের মেশিন দ্বারা পরিচালিত এই কেন্দ্রটি এলাকার সাধারণ মানুষের জন্য এক আশীর্বাদ স্বরূপ হতে চলেছে।
এই ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ল্যাবরেটরি, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি-সহ একাধিক রোগ নির্ণয়ের সুবিধা থাকবে। ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সাধারণ মানুষের জন্য অত্যন্ত কম খরচে এখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি, বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য সংস্থার নতুন উদ্যোগ “সহচরী”-রও শুভ সূচনা হয়। এই বিশেষ শাখাটি মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা ও পরামর্শ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ডঃ তাপস চক্রবর্তী, যিনি ফিতে কেটে প্যাথলজি বিভাগের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর নিস্তার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ডঃ মোহম্মদ আব্দুল নিস্তার এবং কলকাতা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ শংকর ব্যানার্জি, ডঃ সমরেশ গুপ্তা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই উদ্যোগ গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।