গঙ্গারামপুর: তপন থানার নয়াবাজার বজ্রপুকুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। ভুটভুটি থেকে গাছের গুড়ি নামানোর সময় মস্ত বড় একটি গুড়ি গিয়ে চাপা পড়ল সাত বছরের এক শিশু। গুরুতর আহত অবস্থায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার। মৃত শিশুর নাম সন্দীপ রায় (৭)। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ বাড়ির পাশে ভুটভুটি থেকে গাছের গুড়ি নামানো হচ্ছিল। কৌতূহলবশত ঘটনাস্থলে গিয়ে দাঁড়ায় সন্দীপ। সেই সময় হঠাৎই একটি বড় গাছের গুড়ি গিয়ে পড়ে তার উপর। সঙ্গে সঙ্গে গুরুতর জখম হয় সে।স্থানীয়রা দ্রুত তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু বিকেল নাগাদ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুর নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
