হরিরামপুর: হরিরামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে অবস্থিত মোট ১৭০টি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে একটি গ্যাস ওভেন, মিক্সার গ্রাইন্ডার ও একটি প্রেসার কুকার তুলে দেওয়া হয়।মঙ্গলবার হরিরামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের মিড ডে মিলের একাধিক সরঞ্জাম তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অত্রি চক্রবর্তী।

একই সাথে উপস্থিত ছিলেন ১৭০ টি স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।শিক্ষকদের হাতে মিড ডে মিলের রান্না করার একাধিক উপকরণ ও সরঞ্জাম তুলে দেওয়ায় তারা যথেষ্ট আনন্দিত ও সন্তুষ্ট। শিক্ষকদের মতে, এই উপকরণগুলি বিদ্যালয়ের রান্নার কাজে বিশেষভাবে সহায়ক হবে।
Post Views: ৩৫