গঙ্গারামপুর : “স্বপ্ন পূরণের সাথী” নামে একটি সংস্থার উদ্যোগে শুক্রবার গঙ্গারামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত সেগাটোলা হিন্দু মিলন মন্দিরে আবাসিক আদিবাসী ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এই বিশেষ কর্মসূচিতে প্রায় ৬০ জন আবাসিক আদিবাসী ছাত্র অংশগ্রহণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “স্বপ্ন পূরণের সাথী” সংগঠনের অন্যতম সদস্য সোমনাথ ভট্টাচার্য, দেবপ্রিয় দাস, বিভাস কুন্ডু, পাপ্পু দাস এবং সায়নদীপ বসু।
Post Views: ৪১