হরিরামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নওগাঁ প্রাথমিক বিদ্যালয় থেকে ঘোষপুকুর পর্যন্ত নতুন রাস্তার শুভ উদ্বোধন সম্পন্ন হলো। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি পুনর্নির্মাণের ফলে এলাকার মানুষজনের বহুদিনের প্রত্যাশা পূরণ হলো।এদিন, নবনির্মিত রাস্তার উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী চিরঞ্জিত মিত্র, যিনি হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্রের ভাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লকের ব্লক সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃত্ব।

গ্রামবাসীরা জানান, বহু বছর ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তার নির্মাণ সম্পন্ন হওয়ায় নওগাঁ ও ঘোষপুকুর গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এলাকার বিধায়ক বিপ্লব মিত্রকে।
এই রাস্তা তৈরি হওয়ায় গ্রামবাসীদের দৈনন্দিন যাতায়াত সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন স্থানীয়রা।