১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , শুক্রবার , ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

জাতীয় স্তরের প্রতিযোগিতায় কত্থক নৃত্যে সাফল্য অনুষ্কা ভৌমিকের

বংশীহার : গত ডিসেম্বর মাসে কলকাতায় আয়োজিত নিখিল ভারত সংগীত সমিতির জাতীয় স্তরের প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মাত্র দুজন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে বুনিয়াদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার অনুষ্কা ভৌমিক কত্থক নৃত্যে প্রথম শ্রেণির দ্বিতীয় স্থান অর্জন করে জেলার নাম উজ্জ্বল করেছে।

অনুষ্কা ছোটবেলা থেকেই গঙ্গারামপুরের আরতি মিউজিক একাডেমিতে মানিক চাকি মহাশয়ের কাছে কত্থক নাচের প্রশিক্ষণ নেয়। তার কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলেই সে এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। গত ডিসেম্বর মাসেই কলকাতার আশুতোষ মেমোরিয়াল কলেজে এক বিশেষ অনুষ্ঠানে তাকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

এই প্রতিযোগিতায় মালদা, বীরভূম, আসাম সহ বিভিন্ন রাজ্য ও জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। অনুষ্কার এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও এলাকার মানুষজন গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *