হরিরামপুর, ১০ই মার্চ – বুনিয়াদপুর ডিভিশনের উদ্যোগে হরিরামপুর কাস্টমার কেয়ার সেন্টার ও WBSEDCL-এর যৌথ উদ্যোগে জাতীয় নিরাপত্তা সপ্তাহ উদযাপিত হল। বিদ্যুৎ নিরাপত্তা ও উন্নয়নমূলক প্রযুক্তি গ্রহণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে চলতি মাসের ৪ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। মূলত বিদ্যুৎ বিভাগের কর্মরত কর্মীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

এদিন, হরিরামপুর কাস্টমার কেয়ার অফিসের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি হরিরামপুর কাস্টমার কেয়ার সেন্টার থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী গ্রামগুলিতে পরিক্রমা করে। সাধারণ মানুষকে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়, বিশেষ করে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে হাত না দেওয়ার বিষয়ে। পাশাপাশি, বিদ্যুৎ চুরি প্রতিরোধে জনগণকে সচেতন হতে ও প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়।
এই র্যালিতে বুনিয়াদপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুমন সেনগুপ্ত, একাউন্ট অফিসার নীলকান্ত কোণার, হরিরামপুর স্টেশনের স্টেশন ম্যানেজার গৌরাঙ্গ দাসসহ অন্যান্য কর্মীরা অংশগ্রহণ করেন।