তপন, ১০ ডিসেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের ঘাটুল গ্রামে ঘণ্টেশ্বরী দেবীর মন্দির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এক বিরল শৈলমূর্তি। শুক্রবার সকালে বাড়ির কাজের জন্য মাটি তুলতে গিয়ে গ্রামের এক বাসিন্দা প্রথম পাথরের অংশ দেখতে পান। পরে গ্রামবাসীরা মাটি খনন করে বিশাল আকৃতির খোদাইযুক্ত এই মূর্তিটি উদ্ধার করেন। ওজন বেশি হওয়ায় শেষ পর্যন্ত জেসিবি দিয়ে মূর্তিটিকে তোলা হয়।একটি বড় পাথরের চারদিকে দেবদেবীর শৈল্পিক মূর্তি খচিত রয়েছে। তিনদিকের মূর্তি অক্ষত থাকলেও একদিকের মূর্তির মাথা নেই। স্থানীয়ভাবে এই ধরনের শৈলমূর্তি আগে কখনও দেখা যায়নি বলে জানিয়েছে প্রত্ন-অনুরাগী মহল।

জেলার ইতিহাসবিদরা মনে করছেন, মূর্তিটি অত্যন্ত প্রাচীন এবং তাৎপর্যপূর্ণ। তাঁদের দাবি, জরুরি ভিত্তিতে সংরক্ষণ ও হেরিটেজ তালিকাভুক্তির ব্যবস্থা করা প্রয়োজন।
উদ্ধার ঘিরে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সকলেরই মত, মূর্তিটি গ্রামেই থাকবে। ঘাটুল গ্রামের বাসিন্দা দের দাবি
মন্দির সংলগ্ন এলাকা থেকেই যখন মূর্তিটি মিলেছে, তাহলে ওই মন্দিরেই পুজো হওয়া উচিত। আমরা চাই এটি ঘণ্টেশ্বরী দেবীর মন্দিরেই স্থাপন করা হোক এবং গ্রামের মানুষ মিলেই পুজো করবে।








