কুশমন্ডি: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মানিকোর তরুণ সংঘ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আরএসপি পশ্চিম লোকাল কুশমন্ডির সম্পাদক নবকুমার সরকার এবং দেউল গ্রাম পঞ্চায়েতের সদস্য শুভদ্র সরকার দলত্যাগের ঘোষণা করলেন।নবকুমার সরকার গত ১৫ বছর ধরে আরএসপি দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জানান, সাধারণ মানুষের জন্য কার্যকরভাবে কাজ করতে না পারার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, দেউল গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য শুভদ্র সরকারও একই কারণে আরএসপি ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, জনসাধারণের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় তিনি দলের সঙ্গে আর থাকতে চান না।
এই দলত্যাগের ঘটনা কুশমন্ডি অঞ্চলে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।
Post Views: ৩৯