১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , শুক্রবার , ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

গঙ্গারামপুর চৌপথিতে বসছে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনাইজিং ক্যামেরা

গঙ্গারামপুর: গঙ্গারামপুর চৌপথি সহ শহরের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে অটোমেটিক নাম্বার প্লেট রিকগনাইজিং ক্যামেরা বসতে চলেছে। গঙ্গারামপুর থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি ক্যামেরা দ্রুত বসতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ক্যামেরার মাধ্যমে সাধারণ সিসিটিভির ক্যামেরার চাইতে একশ শতাংশ উচ্চমানের ছবি সংগ্রহ করা যাবে। যে সমস্ত যানবাহন গঙ্গারামপুর শহরের উপর দিয়ে যাতায়াত করবে তার বিস্তারিত তথ্য ট্রফিক বিভাগের কাছে সংরক্ষিত হবে।বিশেষত কোনও প্রকার অপরাধ সংগঠিত করা যানবাহনকে সহজে শনাক্ত করা যাবে।এমনকি কালো তালিকাভুক্ত যানবাহনকে দ্রুত শনাক্তকরনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।এছাড়াও ট্রাফিক আইন উলঙ্ঘন, দ্রুতগতিতে গাড়ি চালানো সহ অন্যান্য অপরাধমূলক গাড়িগুলিকে সহজেই শনাক্ত করার করা যাবে এবং তৎক্ষণাৎ সেই বার্তা পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যাবে এবং সংরক্ষিত থাকবে।

 

এবিষয়ে গঙ্গারামপুর থানার ট্রাফিক ওসি রজত প্রধান জানান, উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি ক্যামেরা গঙ্গারামপুর চৌপথির মতো জনবহুল এলাকায় খুব দ্রুত বসানো হবে। মূলত এই ক্যামেরা অপরাধমূলক যানবাহনকে শনাক্তকরন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভীষণ সহায়ক হবে। কালো তালিকাভুক্ত গাড়ি গুলিকে সহজে শনাক্তকরণ করা যাবে। সঙ্গে সঙ্গে আমাদের কাছে বার্তা চলে আসবে এবং সংরক্ষিত হবে ।পরবর্তীতে আমরা সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারব। এছাড়াও ট্রাফিক আইন অমান্যকারীদের তথ্য সংরক্ষিত থাকবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *