তপন: তপন থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল তপন থানার পুলিশ। রবিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তপন থানার আইসি এবং অন্যান্য পুলিশ কর্মীরা মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন।মোবাইল ফেরত পেয়ে খুশির হাসি ফুটে ওঠে প্রত্যেক মালিকের মুখে। তপনবাসীরাও পুলিশের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন।

একসময় বহু মানুষেরই ধারণা ছিল— মোবাইল ফোন একবার হারালে আর ফেরত পাওয়া যায় না। সেই ভুল ধারণাকে ভেঙে দিয়ে চুরি, ছিনতাই বা অসাবধানতায় হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল তপন থানার পুলিশ।
শুধু মোবাইল নয়, প্রতিটি মালিকের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেন পুলিশ কর্মীরা, যা অনুষ্ঠানে আনন্দের বাড়তি মাত্রা যোগ করে।
Post Views: ৮৭








