গঙ্গারামপুর : প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি থেকেও হাল ছাড়েনি দুই পরীক্ষার্থী। কঠিন পরিস্থিতির মধ্যেও দৃষ্টান্ত গড়ে গঙ্গারামপুর ব্লকের দুই ছাত্রী সানিয়া পারভীন ও জেসমিন পারভীন। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বেডেই চলছে তাদের মাধ্যমিক পরীক্ষা। শনিবার সংবাদমাধ্যমকে এই ঘটনার কথা জানান ইন্দ্র নারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা ভেনু ইনচার্জ সুদীপ্ত সিংহ রায়। তিনি জানান, নেহেম্বা হাইস্কুলের এই দুই ছাত্রী গতকাল থেকে প্রবল জ্বরে ভুগছিল। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।কর্তব্যরত চিকিৎসকরা শারীরিক অবস্থা বিচার করে তাদের হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। তবে পরীক্ষার জন্য প্রশাসন ও শিক্ষাবিভাগের উদ্যোগে বিশেষ ব্যবস্থা করা হয়।

ফলস্বরূপ, হাসপাতালে থেকেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সানিয়া ও জেসমিন।হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের পরীক্ষাকেন্দ্র নির্ধারিত ছিল গঙ্গারামপুর ব্লকের চালুন উচ্চ বিদ্যালয়ে। কিন্তু অসুস্থতার কারণে তারা সেখানে পৌঁছতে পারেনি। তাই মাধ্যমিক পরীক্ষার নিয়ম মেনেই প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে হাসপাতালে তাদের পরীক্ষার আয়োজন করা হয়।এই ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে একদিকে উদ্বেগ থাকলেও অন্যদিকে দুই ছাত্রীর অধ্যবসায় ও শিক্ষা প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন সকলে।