কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ ব্লকের মদনপুর এলাকায় রাস্তা মেরামতের কাজ চলাকালীন গরম পিচ পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন বরুণা অঞ্চলের পাতালশ্রী গ্রামের বাসিন্দা নরেন মাহাতো (৬০) ও প্রসেনজিত মাহাতো (১৯)।সোমবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পিচ গলানোর মিলার মেশিন টেনে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত গরম পিচ উপচে পড়ে তাদের শরীরে লাগে।

সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিক ও ঠিকাদারের কর্মীরা আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।অবস্থার অবনতি হওয়ায় নরেন মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তবে প্রসেনজিত মাহাতোর চিকিৎসা কালিয়াগঞ্জ হাসপাতালেই চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন আগেই মদনপুর থেকে মোস্তফানগরের কুনোর হয়ে ইটাহার ব্লকের নন্দনগ্রাম পর্যন্ত গ্রামীণ পাকা রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল।
Post Views: ২৯