গঙ্গারামপুর : স্ত্রী দীর্ঘদিন ধরে একমাত্র কন্যাকে নিয়ে বাপের বাড়ি থাকেন।নিঃসঙ্গ দিন যাপনে ক্লান্ত শিক্ষক স্বামী।অবশেষে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক প্রাথমিক শিক্ষক। মৃত শিক্ষকের নাম সুজন পাল (৪৫)। গঙ্গারামপুর থানার কাদিঘাট বেলবাড়ি এলাকার বাসিন্দা।
মৃত শিক্ষক বংশীহারী ব্লকের বাগদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করতেন।
সোমবার সকালে বাথরুমে ঢোকেন প্রাথমিক শিক্ষক। দীর্ঘক্ষণ বাথরুম বন্ধ থাকায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের ।এরপর বাথরুমের দরজা ভেঙে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শিক্ষককে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ ।
প্রায় ১১ বছর আগে শিক্ষকের বিয়ে হয়েছিল। তারপর তাদের একটি কন্যা সন্তান হয়।এরপর আমার সুজন পালকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান স্ত্রী।এরপর থেকে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন সুজন পাল। অবসাদের জেরে আত্মহত্যা করতে পারেন বলে মৃত শিক্ষকের পরিবারের সদস্যদের অনুমান।