১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , বৃহস্পতিবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Breaking New

একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে দেওয়াল লিখন কর্মসূচি, রঙের তুলিতে হাত দিলেন প্রশান্ত মিত্র

গঙ্গারামপুর: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ২১ জুলাইকে সামনে রেখে ‘ধমতলা চলো’ কর্মসূচিকে ঘিরে সারা রাজ্যের মতো গঙ্গারামপুরেও শুরু হয়েছে প্রস্তুতি। সেই উপলক্ষে গঙ্গারামপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে জেলা তৃণমূল কার্যালয়ের দেয়ালে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হলো।শনিবার দেওয়াল লিখনের মাধ্যমে একুশে জুলাই শহিদ দিবসের প্রচার শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্যরা। এদিন এই দেওয়াল লিখনের কর্মসূচিতে নিজ হাতে রঙের তুলি তুলে নেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর জেলা নেতা সঞ্জয় দাস সহ অন্যান্য নেতৃত্বরা। দেওয়ালে বড় করে লেখা হয়েছে—

ধমতলা চলো ২১ জুলাই, শহিদ স্মরণে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।শহিদ দিবসকে কেন্দ্র করে গঙ্গারামপুরে শুরু হয়েছে দলীয় কর্মসূচি ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ। কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে, তেমনি আগামী রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতিও নেওয়া হচ্ছে জোরকদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *