ইডেনের শিশির দল বাছার ক্ষেত্রে চাপে ফেলতে পারে দুদলকেই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বনাম ইংল্যান্ড। দুটি দলের নামই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহের উদ্রেক করতে বাধ্য। তাও সেই মেগা ম্যাচ যদি হয় ইডেন গার্ডেন্সে, তাহলে তো কথাই নেই। এমনিতেই এ শহর খেলা পাগল। কিন্তু বুধবার ইডেনে ভারত-ইংল্যান্ডে মহারণে উৎসাহে কোথাও যেন খানিক খামতি রয়ে গিয়েছে। একে তো সামনে বড় কোনও টুর্নামেন্ট নেই। তার উপরে আবার ভারতীয় দলে সে অর্থে মহীরুহ কোনও তারকাও নেই। তবে সেই আপাত ‘নিরুৎসাহী’ ইডেনেও জিতে ফিরতে চাইবে টিম ইন্ডিয়া।